বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশপুরে আদালত ভবনের মেরামত কাজ পরিদর্শন 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

মহেশপুরে আদালত ভবনের মেরামত কাজ পরিদর্শন 

র্দীঘদিন পর আদালত ভবন আবার ফিরে আসছে মহেশপুরে। চলছে আদালত ভবনের মেরামতের কাজ। গত বৃহস্পতিবার আদালত ভবনের কাজ পরিদর্শন করেন ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মো. নাজিমু দ্দৌলা। তিনি ভবনের প্রতিটা কক্ষ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, ল্যান্ড সারভে টাইবুনালের বিচারক গোলাম নবী, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌরমেয়র আব্দুর রশিদ খান, সহকারী কমিশনার ভূমি শরীফ শাওন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আফিদুল ইসলাম, অ্যাড. তুষার কান্তি রায় প্রমুখ।

জেলা ও দায়রা জজ মো. নাজিমু দ্দৌলা জানান, আদালত ভবনের মেরামতের কাজ শেষ হলেই মহেশপুরের আদালত আবার ফিরে আসবে। 

টিএইচ